Friday , 16 January 2026

সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত প্রতিযোগিতা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

শু ক্রবার ১৬ জানুয়ারী ২০২৬ উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সিরাজগঞ্জ জেলা ও বগুড়া জেলার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

এখান থেকে প্রাথমিকভাবে যারা নির্বাচিত হবেন, তাদের কে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে, এবং সর্বশেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে হবে। জাতীয় পর্যায়ে যে সমস্ত ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হবে,

প্রাথমিক পর্যায় এবং মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বর এলাকা ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মন্ডলী ও উৎসুক জনতার পদচারণায় মুখরিত ছিল। পরীক্ষার আগে উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের লাইন বদ্ধ দাঁড় করানো হয় এবং উপস্থিত প্রধান অতিথি সাহাদাত হুসেইন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মহোদয়, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং রং বেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এরপর শ্রেণীকক্ষে শুরু হয় গণিত প্রতিযোগিতার পরীক্ষা। এখান থেকে প্রাথমিকভাবে যারা নির্বাচিত হবেন, তাদের কে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে, এবং সর্বশেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে হবে। জাতীয় পর্যায়ে যে সমস্ত ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হবে, তারা পাবেন প্রথম আলো কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা । আয়োজনে প্রথম আলো পত্রিকা কর্তৃপক্ষ এবং সহযোগিতায় ডাচ্ বাংলা ব্যাংক ।

Check Also

মোংলায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ জা টকা সংরক্ষণে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশুর …