॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার শিবপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত মরহুম শরিফুল ইসলামের পরিবারকে সান্ত্বনা ও সহযোগিতা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এ ধরনের দুঃখজনক ঘটনায় সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের উচিত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো। ইনশাআল্লাহ, এই পরিবারটির পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করব। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত কয়েকদিন আগে শিবপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক। অসহায় হয়ে পড়েন তাঁর স্ত্রী ও ছোট্ট এতিম কন্যা।
এই খবরে পরিবারটির খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি নিহতের স্ত্রী ও এতিম সন্তানের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এ ধরনের দুঃখজনক ঘটনায় সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের উচিত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো। ইনশাআল্লাহ, এই পরিবারটির পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করব। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল