Wednesday , 7 May 2025

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

“শ্র মিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫। জেলা প্রশাসন সাতক্ষীরা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার উদ্যোগে বৃহস্পতিবার (১লা মে) সকালে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে নামেন। এই আন্দোলনকে দমন করতে গুলি চালানো হলে অনেক শ্রমিক নিহত হন ও বহু শ্রমিক আহত হন। তাদের আত্মত্যাগের স্মরণে বিশ্বব্যাপী ১লা মে ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। যা শ্রমিকদের অধিকার ও মর্যাদার প্রতীক।

এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের খুলনা রোড মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ্, এবং এডিএম রিপন বিশ্বাস। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন এবং শ্রমিক-মালিক একাত্মতায় একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্ববান জানান।

এছাড়াও, সাতক্ষীরার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজেদের উদ্যোগে মে দিবস উদযাপন করে। এর মধ্যে উল্লেখযোগ্য সংগঠনগুলো, সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলড়ী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন, বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলসহ আরও বেশ কয়েকটি সংগঠন।

এসব সংগঠন শহরের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে দিবসটির তাৎপর্য তুলে ধরে। দিবসটি ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর সর্বস্তরের শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণে দিবসটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ। উল্লেখ্য, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে নামেন। এই আন্দোলনকে দমন করতে গুলি চালানো হলে অনেক শ্রমিক নিহত হন ও বহু শ্রমিক আহত হন। তাদের আত্মত্যাগের স্মরণে বিশ্বব্যাপী ১লা মে ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। যা শ্রমিকদের অধিকার ও মর্যাদার প্রতীক।

Check Also

সিরাজগঞ্জ পৌরসভার স্বাস্থ্য বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ সো মবার ০৬ মে ২০২৫ সিরাজগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে …