Tuesday , 20 May 2025

আমার উপর সরকারের অর্পিত দায়িত্ব যেনো আমি সততার সাথে পালন করতে পারি : মোংলায় সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় আলেম- ওলামা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সম্মানে সহকারী অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামানের উদ্যোগে ২২ শে মার্চ শনিবার বিকালে মোংলা উপজেলা মিলনায়তনে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তরা মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মুক্তাকী হওয়ার প্রচেষ্টা ও মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য ও শিক্ষাসহ যাকাত ও ফিতরা আদায়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে সদ্য নিয়োগ প্রাপ্ত মোংলার গর্ব মেধাবী আইনজীবী ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সেক্রেটারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো: মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় আর সেই জায়গায় আমাদের অগ্রনি ভুমিকা পালন করতে হয়। মহান আল্লাহর কাছে দোয়া করি আমার উপর যে দায়িত্ব বর্তমান সরকার দিয়েছে তা যেনো আমি সততার সাথে পালন করতে পারি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পারি। আমি যেহেতু মোংলার ছেলে মোংলার মানুষসহ সমাজেও যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় তার জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারি সেই দোয়া এবং সহযোগিতা চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা বন্দর বনিক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান মাষ্টার, মোংলা পৌর জামায়াতের আমীর এম এ বারী, মোংলা পৌর জামায়াতের নায়েবে আমীর মুফতি মাও: মনিরুজ্জামান, সিবিএ নেত জাহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: খোরশেদ আলম, ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আঃ কাদের, হাফেজ মাওলানা রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এমরান হোসেন, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক,

রুস্তম আলী, মান্নান হাওলাদার, পৌর জামায়াতের সেক্রেটারী এডভোকেট হোসেন, উপজেলা জামায়াতের আমীর হানিফ, সেক্রেটারী আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তাফা, পৌর জামায়াতের শূরা ও কর্ম পরিষদের সদস্য মোঃ আনিসুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোংলা পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, মোংলা পৌর ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুর রহমান, মোংলা পৌর জামায়াতের ৫ নং ওয়ার্ডের সেক্রেটারী মোঃ মাঈন উদ্দিন মিলন(এম,এ) সহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় বক্তরা মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মুক্তাকী হওয়ার প্রচেষ্টা ও মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য ও শিক্ষাসহ যাকাত ও ফিতরা আদায়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …