Wednesday , 12 March 2025

উল্লাপাড়া মালচিং পদ্ধতিতে টমেটো আবাদ করে সফল হয়েছেন মোঃ আলামিন

॥ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পিয়ারাপুর গ্রামে আধুনিক চাষাবাদ মালচিং পদ্ধতিতে আগাম টমেটো চাষ করে সফলতা পেয়েছেন এবং নজর কেড়েছেন স্থানীয় কৃষক মোঃ আলামিন । তার এই সাফল্যে ইতোমধ্যেই তিনি এলাকার অন্যান্য কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

 

তরুন কৃষক মোঃ আলামিন হোসেন বলেন,আমি পাঁচ বছর যাবত এই টমেটো চাষ করছি এখন মোটামুটি ভাল সফলতার দিকে আছি। আমি ইউটিউব চ্যানেল দেখে দেখে উদ্বুদ্ধ হই।

এই পদ্ধতির চাষাবাদে জমি রোগ-বালাই থেকে মুক্ত থাকে। এতে পানি, সার, ওষুধ খরচ সাশ্রয়ী হয়, পাশাপাশি ফলন হয় বেশি এবং গাছ দীর্ঘদিন বেঁচে থাকে।

মালচিং পদ্ধতি ব্যবহার করে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের তরুণ কৃষক মোঃআলামিন ২৭ শতাংশ জমিতে আগাম টমেটো আবাদ করেছেন। তার উৎপাদন খরচ হয়েছে ৪০ থেকে ৪৫ হাজারের ওপরে। গত ২০/২৫ দিন পূর্বে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে এ যাবৎ ৫৫ থেকে ৬০ হাজার টাকা বিক্রী করেছে। বর্তমান বাজারে প্রতি কেজি ২০ টাকা দরেও যদি টমেটো বিক্রয় করে, ফলন ভালো হওয়ার কারনে আরো দেড় লাখ টাকার মতো বিক্রয় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে তার চাষাবাদ টমেটো ক্ষেতে প্রতিদিন অনেক কৃষক এসে খোঁজ-খবর ও পরামর্শ নিচ্ছেন। তাঁরাও আগামীতে এই পদ্ধতিতে আগাম টমেটোর আবাদ করতে আগ্রহ প্রকাশ করেন।

তরুন কৃষক মোঃ আলামিন হোসেন বলেন,আমি পাঁচ বছর যাবত এই টমেটো চাষ করছি এখন মোটামুটি ভাল সফলতার দিকে আছি। আমি ইউটিউব চ্যানেল দেখে দেখে উদ্বুদ্ধ হই। পরবর্তীতে কোথা থেকে বীজ সংগ্রহ করা যায় কিভাবে সংগ্রহ করা যায় সবকিছু ইউটিউব-এর মাধ্যমে উল্লাপাড়া কৃষি বীজ ভান্ডার আশরাফ আলীর নিকট থেকে আমি বিউটি ওয়ান এবং বিউটি টু এই দুটি জাতের টমেটোর বীজ ক্রয় করি। আমি দুটি জমিতে চাষ করেছি একটি ১৫ শতাংশ আরেকটি ১২ শতাংশ মোট ২৭ শতাংশ জমিতে আবাদ করেছি।

এখানে গাছ লাগানো হয়েছে প্রায় সাড়ে চার হাজারের মতো। প্রত্যেকটা গাছে মোটামুটিভারে ৫ থেকে ৭ কেজি করে টমেটো হবে। এবং এটা মালচিং পদ্ধতি করেছি এখন বাজরে মূল্য ১৫ থেকে ২০ টাকা কিন্তু ১ মাস পূর্বে বাজার মূল্য ছিল ৬০ টাকা। তবে বর্তমানে বাজারে যে টমেটো গুলো আসে তার চেয়ে অনেকটাই এই গুলো আলাদা কারন এই টমেটো গুলো দেখতে ভাল এবং টমেটো গায়ে কোন স্পট নাই এই টমেটোর বাজারে অনেক চাহিদা রয়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্না ইয়াছমিন সুমি জানান,আমাদের উল্লাপাড়া উপজেলায় রবি মৌসুমে এ বছর টমেটো আবাদ হয়েছে ৫১ হেক্টর গত বছর আবাদ হয়েছিল ৪৫ হেক্টর। বেশির ভাগ কৃষক হাইব্রিড যে সব ভ্যারাইটি আছে সেগুলি চাষা-বাদ করে থাকে, তার মধ্যে ব্লাক বিউটি সবচেয়ে বেশি।

আমাদের যে ট্যাডিশনাল কালটি ভিশন প্রক্রিয়া ছিল তা বাদ দিয়ে কৃষকরা মালচিং-এর মাধ্যমে টমেটোর চাষাবাদ করে ব্যাপক লাভবান হচ্ছেন । মালচিং-এর ব্যাবহারের ফলে দেখা যাচ্ছে যে, কৃষকের উৎপাদন খরচ কমে যাচ্ছে এবং বাজারে বিক্রি করার ফলে ধারাবাহিক ভাবে লভ্যাংশ ৪.৫ শতাংশ থেকে ৪০ শতাংশে দাঁড়িয়েছে।

Check Also

৩ মাসের মধ্যে ফাঁসি ও নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

॥ নিজস্ব প্রতিবেদক ॥ প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি ও নারী নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল …