॥ এম কে আজাদ, কক্সবাজার জেলা প্রতিনিধি ॥
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। সোমবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান।

পাশাপাশি সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে একটি অস্থায়ী ভূমি সেবা ক্যাম্প স্থাপন করা হয়। যার মাধ্যমে তাৎক্ষণিকভাবেই সকল ভূমি সেবা নিতে পারবেন সেবাগ্রহীতারা।
পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে একটি অস্থায়ী ভূমি সেবা ক্যাম্প স্থাপন করা হয়। যার মাধ্যমে তাৎক্ষণিকভাবেই সকল ভূমি সেবা নিতে পারবেন সেবাগ্রহীতারা।
এসময় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া, সহকারী কমিশনার ভূমি জিল্লুর রহমান সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল