Friday , 4 April 2025

কচুয়া প্রেসক্লাব দখল করেছে দুর্বৃত্তরা

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

তালা ভেঙ্গে রাজনৈতিক ছত্র ছায়ায় কচুয়া প্রেসক্লাব দখল করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ক্লাবের তালা ভেঙে ঢুকে পড়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা ক্লাবটি দখলে নেয়, আসবাবপত্র তছনছ করে এবং বর্তমান কমিটির নেতৃবৃন্দকে খোঁজ করতে থাকে।

 

বৃহস্পতিবার সকালে ক্লাবের তালা ভেঙে ঢুকে পড়ে যায় দুর্বৃত্তরা।

কর্মরত ১৪জন সাংবাদিকদের বাদ দিয়ে অসাংবাদিক দিয়ে কচুয়া প্রেসক্লাবের কমিটি তৈরি করে। গঠনতন্ত্র পদদলিত করে প্রেসক্লাবের পূর্বের কমিটির মেয়াদ পূর্ন হওয়ার আগেই সদস্যদের বাদ দেওয়া হয়েছে।

যাদের বাদ দেওয়া হয়েছে তারা হলেন, সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সহ-সভাপতি সমির বরণ পাইক,সাধারন সম্পাদক কাজী সাইদদুজ্জমান সাইদ. যুগ্ন সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, কোষাধ্যক্ষ রথীন সাহা, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তুষার রায় রনি, নির্বাহী সদস্য সুপার্থ কুমার মন্ডল, প্রদ্যুৎ কুমার মন্ডল, পার্থ চক্রবর্তী, নকিব মিজানুর রহমান, মোঃ রুম্মন, আজমির আলম খান,শেখ সাইদ, ফরিদুর রহমান শামিম। এদিকে প্রেসক্লাবের তান্ডব ও দখলদারিত্বের কারণে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …