॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামে সোনতলা করতোয়া নদীতে গোসল করতে নেমে রাকিব (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে নিখোঁজ হওয়ার পর সোমবার (১১ আগস্ট) দুপুর ২ টায় তার লাশ ভেসে ওঠে। প্রায় ২৫ ঘন্টা পর নিখোঁজ রাকিবের লাশ টি ভেসে উঠে রাকিব উল্লাপাড়া উপজেলা দূর্গানগর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল আউয়াল হোসেনের ছেলে এবং বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সাঁতার না জানায় পানিতে ডুবে গেলে বন্ধুরা ও আশপাশের লোকজন উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব রবিবার সকালে চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে নদীর গভীরে তলিয়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে গেলে বন্ধুরা ও আশপাশের লোকজন উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত চলে আসে এসে তারাও প্রায় তিন ঘন্টা চেষ্টার পর তারাও ব্যার্থ হয়ে চলে যায়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, ডুবুরি দল এসে আজকে সোমবার পুনরায় অভিযান শুরু করার আগেই আজ দুপুরে স্থানীয়রা রাকিবের লাশ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল