Wednesday , 9 April 2025

সাতক্ষীরার পরিবহন কাউন্টারে মোবাইল কোর্টের অভিযান: টিকিট কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করতে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

অভিযানকালে কালোবাজারে টিকিট বিক্রির অপরাধে সদরের মুনজিতপুর এলাকার হাবিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ কামরুল ইসলামকে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২ এপ্রিল ২০২৫ ) দুপুরে জেলার বিভিন্ন পরিবহন কাউন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল টিকিট কালোবাজারি রোধ ও যাত্রীসেবা নিশ্চিত করা।

অভিযানকালে কালোবাজারে টিকিট বিক্রির অপরাধে সদরের মুনজিতপুর এলাকার হাবিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ কামরুল ইসলামকে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে আর এম পরিবহন কাউন্টারের ইনচার্জ সৌরভকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার বিশ্বাস, বিআরটিএ’র মেকানিকাল অ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, জেএম শাখার বেঞ্চ সহকারী অহিদুজ্জামান, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

 

বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ এবং বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, “আমরা ঈদ-উল-ফিতরের দুইদিন আগে থেকেই যাত্রীদের সুবিধার্থে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ন্ত্রণ কক্ষ চালু রেখেছি। যাত্রীসেবা নিশ্চিত করতে এ মোবাইল কোর্টের অভিযান নিয়মিত চলবে।”

সাতক্ষীরার পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ রাখতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।

Check Also

হাতিয়ার ভাষানচর নিয়ে সন্দ্বীপি ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি  ॥ হা তিয়া উপজেলার অন্তর্ভুক্ত ভাষানচরের মালিকানা নিয়ে সন্দ্বীপি …