শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪

মোংলা বন্দর সিবিএর সাধারণ সম্পাদক পল্টু গ্রেপ্তার

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টুকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগরীর খালিশপুর থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় খুলনার কাস্টমস অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রশিদ আলম পল্টু মোংলা বন্দর কর্তৃপক্ষে হারবার কনজারভেন্সী বিভাগে শিল্প মুভমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন। গ্রেপ্তার হওয়া পল্টু খুলনা মহানগরী আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের নির্বাহী সদস্য।

খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত ২৬ আগস্ট বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার দিনে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খুরশিদ আলম পল্টু মোংলা বন্দর কর্তৃপক্ষে হারবার কনজারভেন্সী বিভাগে শিল্প মুভমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন। গ্রেপ্তার হওয়া পল্টু খুলনা মহানগরী আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের নির্বাহী সদস্য। নানা কারণে মোংলা বন্দরের সাধারণ কর্মচারীদের মাঝে তিনি ব্যাপক সমালোচিত ছিলেন।

তিনি সর্বশেষ ২০২১ সালে অনুষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ কর্মচারী সংঘের (রেজি: নং খুলনা ১৯৫৭) দ্বি বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এরপর ওই নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেলেও আইনী জটিলতায় এ নির্বাচন বন্ধ হয়ে যায়। সর্বশেষ আওয়ামী সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনে সংগঠনটিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। #

Check Also

গোয়ালন্দের কৃতি সন্তান এডভোকেট সফিকুল ইসলাম ঢাকা জেলা জজ আদালতে অতিরিক্ত জিপি পদে নিয়োগ।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দের কৃতি সন্তান এডভোকেট সফিকুল ইসলাম …