Monday , 18 August 2025

মিথ্যা ঘোষণায় মোংলা বন্দরে আমদানি হওয়া ৫কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে মোংলা কাস্টমস

॥ মাসুদ রানা, বাগেরহাট  জেলা প্রতিনিধি ॥

মি থ্যা ঘোষণা দিয়ে মোংলা বন্দরে আমদানি হওয়া ৫কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে মোংলা কাস্টমস হাউস।

বন্দর জেটিতে পিআইএল বাংলাদেশ লিমিটেডের একটি ২০ ফিট কন্টেইনারে ভর্তি এ সিগারেট জব্দ করা হয়। এই কন্টেইনারে রিবন বা ফিতা আমদানির কথা ছিল।

 

বন্দর জেটিতে পিআইএল বাংলাদেশ লিমিটেডের একটি ২০ ফিট কন্টেইনারে ভর্তি এ সিগারেট জব্দ করা হয়। এই কন্টেইনারে রিবন বা ফিতা আমদানির কথা ছিল।

কিন্তু মিথ্যা ঘোষণা দিয়ে মুন্নি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই অবৈধ সিগারেট আমদানি করে।

৩৯০ প্যাকেজে ৭৮ লাখ শলাকার ওরিস সিলভার ব্রান্ডের সিগারেটের আনুমানিক মূল্য আমদানি পর্যায়ে আরোপিত পাঁচ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা। এ ঘটনায় পণ্য চালানটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান।

Check Also

পাংশায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সামারি ট্রায়াল অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে …