Thursday , 4 December 2025

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির সাধারণ সম্পাদক শামীম

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

বাং লাদেশ জাতীয়তাবাদী মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটিতে মোঃ সাব্বির হোসেনকে সভাপতি ও শামীম হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এছাড়া কমিটিতে বিভিন্ন পদে যারা স্থান পেয়েছে তারা হলেন সিনি: সহ সভাপতি:তানভিরুল ইসলাম সৌরভ, সহ সভাপতি:মোঃ শাওন, সহ সভাপতি: নাইম মৃধা, সহ সভাপতি: শরিফুল ইসলাম, সহ সভাপতি: মেহরাব হোসেন অভি, সহ সভাপতি:তানভির হাসান সোহান, সহ সভাপতি:ইউসুফ পারভেজ , সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক:রুহুল আমিন জমাদ্দার মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক:শামীম হোসেন সাগর সহ ৯ জনকে ও সহ সাধারণ সম্পাদক ইমানুল হাওলাদার সহ ৬ জনকে স্থান দেয়া হয়েছে।

সাংগঠনিক সম্পাদক:মোঃ শিপন ব্যাপারী, সহ সাংগঠনিক সম্পাদক:তরিকুল ইসলাম অনিকসহ প্রচার সম্পাদক:মোহাম্মদ রানা ফকির,দপ্তর সম্পাদক :সাগর হাওলাদার, ছাত্রী বিষয়ক সম্পাদক: সানজিদা আফরিন সান্না, সদস্য:মোস্তফা শেখ, সুজন মোল্লা, শাহরিয়ার সম্রাট সহ স্থান পেয়েছেন আরও ৬ জন।

গত ৪ জানুয়ারি ২০২১ সালে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো। সেই কমিটিতে আহবায়ক ছিলেন মোঃ আসলাম হোসেন চয়ন ও সদস্য সচিব ছিলেন মোঃ সজীব মিয়া শান্ত। এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Check Also

ফুলবাড়ীতে যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন।

॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী …