Saturday , 20 December 2025

মোংলা পোর্ট পৌর কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

৫ বছর পর ভোটের মাধ্যমে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো মোংলা পোর্টর পৌরসভান কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ( রেজি: নং ১৩/বা)এর ত্রি বার্ষিক নির্বাচন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জুবাইর হোসেন জানান, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

মোংলা পোর্ট পৌরসভা কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সুমন হোসেন।

নির্বাচনে ৬ টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সমিতির ১৮৭ জন ভোটারের মধ্যে ১৭৯ জন সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নেতৃত্ব নির্বাচিত হয়েছে, যা সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে নতুন গতি আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নির্বাচনটি বনিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং ২০ ডিসেম্বর ( শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। বিপুল সংখ্যক ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যার আগেই ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: মোঃ এনায়েত হোসেন যুগ্ম সম্পাদক : মোঃ হেলাল মোল্লা কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল সদস্য মোঃ লিটন হাওলাদার।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জুবাইর হোসেন জানান, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে বলে তারা সন্তোষ প্রকাশ করেন। এ সময় তার সাথে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে ছিলেন সঞ্জয় কুমার ঘোষ ও আল ইমরান ।

নবনির্বাচিত সভাপতি মোঃ আলতাফ হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, “সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানাই আমাকে নির্বাচিত করার জন্য। প্রতিশ্রুতি দিচ্ছি যে, সমিতির উন্নয়নে এবং ব্যবসায়ীদের কল্যাণে আমরা নির্বাচিত সকলে একসাথে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য হবে সমিতির কার্যক্রমকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করা।”

নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সুমন বলেন, “এই বিজয় শুধু আমাদের নয়, এটি সমিতির প্রতিটি সদস্যের বিজয়। আমরা সম্মিলিতভাবে কাজ করে সমিতির লক্ষ্য পূরণের জন্য কাজ করে যাবো।” এই নির্বাচনের মাধ্যমে মোংলা পৌর কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আশা করা যায়, নবনির্বাচিত কমিটি সদস্যদের স্বার্থ রক্ষা এবং সমিতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে মোংলা থানা পুলিশের পক্ষ থেকে পুলিশের একটি দল নির্বাচন শেষ পর্যন্ত আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলো।

Check Also

দিনাজপুরের সাবেক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরের সাবেক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে …