Wednesday , 8 January 2025
পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক মো. ইজাজুল হক রবিবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় বক্তব্য রাখেন

পাংশায় রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা অনুষ্ঠিত

॥  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রারাজবাড়ী জেলার পাংশা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা রবিবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. ইজাজুল হক রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যকে পরস্পর সুসম্পর্ক ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করার আহবান জানান।

পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বর্ষিয়ান সাংবাদিক অধ্যাপক মো. ইজাজুল হকের সভাপতিত্বে এবং রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ারের উপস্থাপনায় সভায় ফ্রিল্যান্স রিপোর্টার ও বিশিষ্ট সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন ও মো. সহিদুর রহমান, পাংশা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি এ্যাডভোকেট মো. শাহিনুল ইসলাম,

সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসলামুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে পাংশা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক মো. আজিজুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, সহ-অর্থ সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক শহর ইবনে হারেজ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. ইজাজুল হক রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যকে পরস্পর সুসম্পর্ক ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করার আহবান জানান।

Check Also

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান ফুটেজ সংগ্রহকালে ফটো সাংবাদিকদের উপর হামলার

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ভোক্তা …