Sunday , 31 August 2025

পাংশায় রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥

রাজবাড়ী জেলার পাংশা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা শুক্রবার (৭ মার্চ) বিকালে সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পাংশা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা শুক্রবার (৭ মার্চ) বিকালে সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বর্ষিয়ান সাংবাদিক অধ্যাপক মো. ইজাজুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ারের উপস্থাপনায় সভায় পাংশা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য ও জুলাই বিপ্লবে রাজবাড়ী জেলা (২০২৪) গ্রন্থের সম্পাদক অধ্যাপক মো. সহিদুর রহমান,

পাংশা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ, অর্থ সম্পাদক মো. হারুন অর রশিদ, সহ-অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় পাংশা রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমের অগ্রগতি এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Check Also

নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ ঢা কায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল …