Thursday , 13 March 2025

নোয়াখালীতে ৬ লাখের অধিক শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

দেশব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে নোয়াখালীতে আগামী ১৫ মার্চ ( রবিবার ) ৬ লাখ ১৮ হাজার ৯৮৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

 

ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি ৬৩,৬৩৯ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫,৫৫৩৫০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৩ মে ) সকাল ১১ টায় নোয়াখালী সিভিল সার্জন অফিসের সভাকক্ষে ভিটামিন-এ ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, নোয়াখালী সিভিল সার্জন ডাঃ মরিয়ম সিমি।

সিভিল সার্জন জানান, আগামী ১৫ মার্চ (রবিবার) জেলায় ২২৮৭টি কেন্দ্র ও ৪৫৭৪ জন সেচ্ছাসেবীর মাধ্যমে এই ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি ৬৩,৬৩৯ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫,৫৫৩৫০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে।

কর্মশালায় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন মাহমুদ ,মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নাঈম কেয়া সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Check Also

পাংশায় পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সম্রাট গ্রেফতার

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (১৩ …