॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
বা গেরহাটের সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের সকল উপজেলায় আগামীকালের সকাল-সন্ধ্যা হরতাল সফলে আজ রাতে এ বিক্ষোভ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। রাত পৌনে ১০টায় বিএনপি ও জামায়াতসহ অন্যান্য সকল দল মিলে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল ও পথসভা করে।
৮ সেপ্টেম্বর সোমবার মোংলা উপজেলায় হরতাল চলবে এজন্য শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে শুধুমাত্র দশম শ্রেণির প্রাক-নির্বাচনি ও প্রাথমিক শাখার ২য় সাময়িক পরীক্ষা যথারীতি চলবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
বাগেরহাটের ৪টি আসনের মধ্যে ১টি আসন বিলুপ্তি ও বাকী আসনগুলোর সীমানা বিভাজনের প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল, মঙ্গলবার বিক্ষোভ ও বুধ-বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি।
মোংলা সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে স্কুলের পক্ষ থেকে প্রেস নোটে জানায়, ৮ সেপ্টেম্বর সোমবার মোংলা উপজেলায় হরতাল চলবে এজন্য শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে শুধুমাত্র দশম শ্রেণির প্রাক-নির্বাচনি ও প্রাথমিক শাখার ২য় সাময়িক পরীক্ষা যথারীতি চলবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।