॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের প্রথম সবক প্রদান করা হয়েছে।
মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থীর মাঝে কুরআনের সবক প্রদান করেন বিরামপুর ফাতেহুল উলুম বালিকা কওমি মাদ্রাসার মুহতামিম মুফতী ইমামুল হক।
রবিবার ২৭ জুলাই বেলা ২ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে কোরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর মোঃ নওশের ওয়ান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী,ফুলবাড়ী ব্যাবসায়ী সমিতির সদস্য সচিব মোঃ মানিক মন্ডল,খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শামিম হোসাইন,হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,সহ-সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু শহীদ,ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা,সাংবাদিক কবির সরকার,সাংবাদিক লিমন হায়দার সহ অন্যান্য গণমাধ্যম কর্মীগণ ও স্থানীয় ওলামায়ে কেরামগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থীর মাঝে কুরআনের সবক প্রদান করেন বিরামপুর ফাতেহুল উলুম বালিকা কওমি মাদ্রাসার মুহতামিম মুফতী ইমামুল হক।