Monday , 28 April 2025
প্রতীকি ছবি

সাতক্ষীরায় শিশু কন্যাকে জবাই করল মা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরার কলারোয়ায় নিজের দেড় বছরের শিশু কন্যাকে বটি দিয়ে জবাই করে হত্যা করেছে গর্ভধারিনী মা। শুক্রবার (২৫ এপ্রিল) আনুমানিক বেলা বারোটার দিকে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে এ নৃশংস হত্যাকান্ড ঘটে।

খাদিজার নানি জানালা দিয়ে দেখতে পান তার মেয়ে তানিয়া নিজ ঘরের ভিতরে বটি দিয়ে কিছু কাটছে। তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলে বলে শয়তান মারছি। এসময় তিনি কাছে গিয়ে দেখতে পান তার দেড় বছরের শিশু কন্যা খাদিজার গলার চারপাশে বটি দিয়ে এলোপাথাড়িভাবে কাটছে’।

খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মা তানিয়া ওরফে আসমাকে ঘটনাস্থল থেকে আটক করে। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ। সন্তান হত্যাকারী তানিয়া ওরফে আসমা (২৪) কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী।

নিহত শিশু খাদিজার চাচা কামরুল ইসলাম জানান, ‘খাদিজার নানি জানালা দিয়ে দেখতে পান তার মেয়ে তানিয়া নিজ ঘরের ভিতরে বটি দিয়ে কিছু কাটছে। তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলে বলে শয়তান মারছি। এসময় তিনি কাছে গিয়ে দেখতে পান তার দেড় বছরের শিশু কন্যা খাদিজার গলার চারপাশে বটি দিয়ে এলোপাথাড়িভাবে কাটছে’।

এলাকাবাসী জানান, ‘তানিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার স্বামী তৌহিদুলও মানসিক ভারসাম্যহীন। এই দম্পতির দুই সন্তানের মধ্যে খাদিজা ছোট। বড় ছেলে তানভীরের বয়স আড়াই বছর’। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করি।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে’। তিনি আরো জানান, ‘সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শাহিনুর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কলারোয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।

Check Also

আশাশুনিতে মাটির নিচ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসোর গ্রামে …