॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে স্থানীয়রা জানান, ভূঁইয়াগাঁতী এলাকায় সড়ক দুর্ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। তাঁদের অভিযোগ, গত সাত মাসে একই এলাকায় অন্তত ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর মোটরসাইকেলটি ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই আকবর হোসাইনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আহত নারীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয়রা জানান, ভূঁইয়াগাঁতী এলাকায় সড়ক দুর্ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। তাঁদের অভিযোগ, গত সাত মাসে একই এলাকায় অন্তত ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার স্থাপন ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল