॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জে জুলাই বিপ্লবের শহীদ দিবস স্মরণে শোকসভা, আলোচনাসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাদ জোহর কলেজ জামে মসজিদে- ২০২৪ খ্রিঃ জুলাই বিপ্লবের শহীদ দের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মোঃ সাইফুল ইসলাম।
সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে, বুধবার (১৬জুলাই-২০২৫খ্রিঃ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবে’র সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজে’র জুলাই বিপ্লব শহিদ দিবস উদযাপন কমিটির আহবায়ক, কলেজে’র পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক এ.কে.এম. রেজাউল হক, অনুষ্ঠান পরিচালনা করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছাঃ উম্মে তাসলিমা (ছবি), বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার এবং অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ২০২৪ খ্রিঃ জুলাই বিপ্লবে নিহত শহীদ শিহাব এর মা শাহনাজ পারভীন , ২০২৪ খ্রিঃ জুলাই বিপ্লবে আহত ছাত্র মোঃ আমিরুল ইসলাম, মহসীন আলী এবং ছাত্রদের সমন্বয়ক – সজীব, ঈশান, মুশফিক, কলেজ ছাত্রদলনেতা এস.এম জুয়েল সেখ, ছাত্রশিবিরের মুনতাসীর মেহেদী হাসান প্রমুখ। বাদ জোহর কলেজ জামে মসজিদে- ২০২৪ খ্রিঃ জুলাই বিপ্লবের শহীদ দের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মোঃ সাইফুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে, কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক -কর্মকর্তা -কর্মচারী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।