Monday , 20 October 2025

মোংলায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করে পৌর ও উপজেলা যুবদল

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

মোং লায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করে পৌর ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। যার প্রেক্ষিতে আমরা পৌর শহরের সর্বত্র ৩১ দফার লিফলেট বিতরণ প্রচারণা চালিয়ে যাচ্ছি।

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার নির্দেশনায় শহরের পথচারী, দোকাটপাট, ব্যবসায় প্রতিষ্ঠান, মাছ-মাংস ও কাঁচা বাজারে এ লিফলেট বিতরণ করে স্থানীয় যুবদলের নেতা-কর্মী এবং সমর্থকেরা।

এ লিফলেট প্রচারণায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিঠু ফকির, জিয়াউর রহমান হিরণ, খালিদ মাহমুদ সোহাগ, পৌর যুবদল নেতা মাসুম ভূঁইয়া, রতন মাহমুদ, বিএম ওয়াসিম আরমান, সুমন মল্লিক, মোঃ মহারাজ, হোসাইন মোল্লা,মোঃ রুহুল আমিন, মহসিন ভূইয়া যুবদলের স্থানীয় নেতা কর্মীরা।

এ সময় তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। যার প্রেক্ষিতে আমরা পৌর শহরের সর্বত্র ৩১ দফার লিফলেট বিতরণ প্রচারণা চালিয়ে যাচ্ছি।

Check Also

গলায় ফাঁস লাগানো কুমিরটি নদীতে ভাসছিল

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ মোং লা শহরতলীর নারকেলতলা এলাকায় রোববার সকালে নদী …