Friday , 4 April 2025

ছিনতাইকারীর কবলে পড়ে ৩ লক্ষ টাকা হারিয়ে মুসাব্বিরের আর্তচিৎকার !

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ছি নতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মুসাব্বিরের আর্তচিৎকারে বাতাস ভারী হয়েছে। সত্যিই স্তম্ভিত হয়েছি ব্যাথিত হয়েছি।

 

কোম্পানিরা ঔষধ বিক্রির নগদ ৩ লাক্ষ টাকা তার কাছে ছিল বলে জানান, সে রামারচর থেকে রোডে আসার জন্য অটোরিকশায় উঠেছিলেন। তার পরে রাস্তার তার কাছ থেকে নগদ ৩ লাক্ষ টাকা কেড়ে নিয়ে তার হাত পা বেধে রেখে পালিয়ে যায় ছিনতাইকারী।

নিজের অজান্তেই দু-চোখ ছলছল জলে গড়িয়েছে গাল। ও বলছিলো মুসাব্বির ভাই সারাদিন রোজা রেখেছি, আমি আল্লার কাছে কি পাপ করেছি, একটা রোজাও ভাংগিনি ভাই, আল্লাহ এত বড় শাস্তি কেন দিল, এখনও বেতন ভাতা পায় নাই, ঈদের আগে বেতন ভাতা পেলে অসুস্থ বাবা-মা ও সহ পরিবারের জন্য বাজার করবে।

কোম্পানির এত টাকা ওর সব বিক্রি করে শোধ করতে পারবে না। ও বলছিলো ভাই আমি বাঁচতে চাই. আমাকে বাঁচান, সলঙ্গা থেকে সিরাজগঞ্জ রোডে আসার পথে সিদ্দিকিয়া মার্কেটের কাছে ৩ লক্ষাধিক টাকা লুটে নিয়ে হাত পা বেধে রেখে চলে যায় ছিনতাইকারীরা।
এ সময় তার কাছে থাকা ৩ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয়।

আল মুসাব্বির হোসেন বেক্সিমকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি। সে বগুড়া জেলার সোনাতলা থানার, বালুয়াহাট পুগলিয়া গ্রামের ছেলে।

কোম্পানিরা ঔষধ বিক্রির নগদ ৩ লাক্ষ টাকা তার কাছে ছিল বলে জানান, সে রামারচর থেকে রোডে আসার জন্য অটোরিকশায় উঠেছিলেন। তার পরে রাস্তার তার কাছ থেকে নগদ ৩ লাক্ষ টাকা কেড়ে নিয়ে তার হাত পা বেধে রেখে পালিয়ে যায় ছিনতাইকারী।

মঙ্গলবার রাত- আনুমানিক ৮ টার সময় আল মোসাব্বির হোসেন নামের লোকটিকে হাটিকুমরুল গোলচত্তরের ঢাকা রাজশাহী মহাসড়কের, পাশে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় সলঙ্গা থানা পুলিশের একটি দল। পরে তাকে সিরাজগঞ্জ রোডস্থ হেল্থ কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Check Also

স্বামীর অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছে স্ত্রী

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ উ ল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ গেট …