Friday , 9 January 2026

রায়গঞ্জে কৃষকের রহস্যজনক মৃত্যু, গ্রামে নেমে এসেছে শোকের ছায়া

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম মো. কাজিম উদ্দিন (৪০)। তিনি মৃত সামান আলী শেখের ছেলে।

 

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 জানা যায়, বুধবার গভীর রাতে কাজিম উদ্দিন গোয়াল ঘরে যান। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গোয়াল ঘরের ভেতরে রশির সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Check Also

কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে বিদেশি মদসহ আটক এক

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ …