Monday , 3 November 2025

নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক আহত!

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান নামের এক স্থানীয় সাংবাদিককে হাতুরি দিয়ে পি*টিয়ে এবং গুলি করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।

 

মনিরুজ্জামান পার্শবর্তী বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা পরিষদে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর রেল গেইট এলাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে হাতুরি দিয়ে পি*টিয়ে ও পরে গুলিকরে পালিয়ে যায়।

গুরুতর আহত মনিরুজ্জামান দৈনিক দেশরুপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সংবাদিকরা জানায়, মনিরুজ্জামান পার্শবর্তী বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা পরিষদে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর রেল গেইট এলাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে হাতুরি দিয়ে পি*টিয়ে ও পরে গুলিকরে পালিয়ে যায়।

তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  এ ঘটনায় থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সোনা বাহিনীর সদস্যরা।

Check Also

উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সাম্য ও সমতায় দেশ গরব …