Thursday , 8 January 2026
পাংশায় সোমবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি পালিত হয়

পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে সোমবার (১০ মার্চ) সকালে “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে।

মহড়া পরিচালনা করেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. সালাউদ্দিন। অগ্নিকান্ড নির্বাপণে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা মহড়া প্রদর্শন করে।

এ উপলক্ষে র‌্যালী, আলোচনা ও মহড়ার আয়োজন করা হয়। জানা যায়, সোমবার সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন।

মহড়া পরিচালনা করেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. সালাউদ্দিন। অগ্নিকান্ড নির্বাপণে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা মহড়া প্রদর্শন করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, এসিল্যান্ড মো. আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

রায়গঞ্জে কৃষকের রহস্যজনক মৃত্যু, গ্রামে নেমে এসেছে শোকের ছায়া

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে …