Friday , 3 October 2025

সিরাজগঞ্জে পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না, জামায়াত নেতা জাহিদুল ইসলাম

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

গামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। দেশের আপামর জনগণের দাবীর মুখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা ঘোষনা করেছে। ৫দফা পুরন না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

 

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কারনে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো সিরাজগঞ্জ শহর। শ্লোগানে শোনা যায়, পিআর ছাড়া নির্বাচন হবে না, হবে না। পিআর ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না। পিআর পিআর চাই, পিআর ছাড়া উপায় নাই।

জুলাই ঘোষনা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন ও আওয়ামী সহ তাদের ১৪দল নির্বাচনের আগে নিষিদ্ধ করার দাবী জানিয়েছে। এই দাবীগুলো পুরন না হলে আগামীতে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। (২৬ সেপ্টেম্বর ২০২৫), বিকেল ৩টায় সিরাজগঞ্জ মুক্তির সোপান থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তির সোপানে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কারনে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো সিরাজগঞ্জ শহর। শ্লোগানে শোনা যায়, পিআর ছাড়া নির্বাচন হবে না, হবে না। পিআর ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না। পিআর পিআর চাই, পিআর ছাড়া উপায় নাই।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক আব্দুল লতিফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনিত প্রার্থী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার সেক্রেটারী মাও: মোস্তফা মাহমুদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আমীর মাও: শাহীনুর আলম, সহকারি সেক্রেটারী অধ্যাপক মাও: শহিদুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিলে জামায়াতের হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহন করে।

Check Also

জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূজামণ্ডপ পরিদর্শন।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ …