॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলায় সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। উদযাপন কমিটির উদ্যোগে “অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।পৌরসভার কুলটিয়া গ্রামের মোঃ সাইদুর রহমান বাদশাকে সফল মৎস্য চাষী হিসেবে সনদপত্র ও ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্য চাষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিনে র্যালী, আলোচনা সভা, সফল মৎস্য চাষীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে পর্যায়ক্রমে অন্যান্য কর্মসূচি পালিত হয়। পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সফল মৎস্য চাষী মোজাম্মেল হোসেন ও মোঃ আশরাফুজ্জামান বক্তব্য রানে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। পবিত্র কোরআন তেলোয়াত করেন পাংশা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ আলিমুজ্জামান ও গীতা পাঠ করেন সুবর্ণ লতা দাস।
এ বছর কশবামাজাইল ইউনিয়নের সাধন বিশ^াস, বাবুপাড়া ইউনিয়নের মোঃ আশরাফুজ্জামান ও পাংশা পৌরসভার কুলটিয়া গ্রামের মোঃ সাইদুর রহমান বাদশাকে সফল মৎস্য চাষী হিসেবে সনদপত্র ও ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্য চাষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।