Thursday , 27 November 2025
(পাংশায় বুধবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়)

পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের গৃহপালিত পশু-পাখিসহ বিভিন্ন প্রাণি ও জিনিসপত্রের অন্তত ২০টি স্টল বসে। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্টল ঘুরে ঘুরে প্রাণিসম্পদ প্রদর্শনী দেখেন।

এ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন, র‌্যালী, আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। উদ্বোধনের পর র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে স্টল পরিদর্শন, আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাসের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নাছিম হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন বক্তব্য রাখেন। সুফলভোগীদের মধ্যে রোখসানা পারভীন কনা ও আব্দুল ওয়াদুদ বক্তব্য রাখেন।

পাংশার এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম, পাংশা কৃষি ফার্মের (খামার) সিনিয়র সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, পাংশার ওসিএলএসডি ডি.এম. রফিকুল ইসলাম, পাংশা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে বিভিন্ন জাতের গৃহপালিত পশু-পাখিসহ বিভিন্ন প্রাণি ও জিনিসপত্রের অন্তত ২০টি স্টল বসে। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্টল ঘুরে ঘুরে প্রাণিসম্পদ প্রদর্শনী দেখেন।

Check Also

মোংলা বন্দরের আবাসিক এলাকায় চুরির মালামাল সহ আটক দুই

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লা বন্দরের আবাসিক এলাকায় চুরির অভিযোগে দুই …