॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা শহরস্থ এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এস.এম কায়কোবাদ, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ এনামুল হক ও মোঃ আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমানের সভাপতিত্বে এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কবি, কথা সাহিত্যিক ও বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান নাট্যকার কাজী ফরিদ আহম্মদ তপন বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এস.এম কায়কোবাদ, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ এনামুল হক ও মোঃ আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
এছাড়া কবি মোল্লা মাজেদ, কবি মোঃ এবাদত আলী সেখ, কবি শেখ মুন্নু (বাংলাভাষী), কবি ষড়জিৎ বিষ্ণু শ্যাম, স্বপন কুমার ভট্টাচার্য, বিকর্ণ মন্ডল, রোকেয়া রহিম ও মোঃ কোরবান আলী প্রমূখ জাতীয় কবি কাজী নজরুলের উপর স্বরচিত কবিতা আবৃত্তি করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ এনামুল হক। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক, সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক এএইচএম শামীম রহমান জন, কবি উত্তম মিত্রসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।