Monday , 5 January 2026

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় সমাজ-সেবা দিবস পালিত।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

প্র যুক্তি মমতায় কল্যাণ সমতায় সকল আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন তিনি প্রযুক্তি ও মানব কল্যাণে সমাজসেবার না না দিক নির্দেশনা প্রদান করেন।

শনিবার ৩ জানুয়ারী সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা চত্বর থেকে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা চত্বরে এসে র‌্যালী-টি শেষ হয়।

এরপর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন তিনি প্রযুক্তি ও মানব কল্যাণে সমাজসেবার না না দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মাজাহারুল ইসলাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সোহানুর রহমানসহ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

পাংশায় রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে …