॥ শেখ লিটন আহামেদ রানা ॥
বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৭নং কান্দা খানেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এবার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। আজকে যারা শিক্ষার্থী রয়েছো, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আগামীর স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে আজকের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের স্মার্ট ভাব তৈরি করতে শিক্ষকদের প্রতি আমার আহ্বান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ। এবার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। আজকে যারা শিক্ষার্থী রয়েছো, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আগামীর স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে আজকের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের স্মার্ট ভাব তৈরি করতে শিক্ষকদের প্রতি আমার আহ্বান।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ। এসময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। যারা খেলাধুলা করে তারা সমাজ উন্নয়নে ভুমিকা রাখে। তাদের দ্বারা সমাজে অপরাধ কম হয়, তাই খেলাধুলায় মগ্ন থাকতে হবে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম আলীর সভাপতিত্বে ও নাজমুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ চৌধুরি, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আইনুদ্দিন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ইউপি সদস্য হাসমত আলী বেপারী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তি খন্দকার, সমাজ সেবক আলাউদ্দিন, মোহাম্মদ আলী, আফসার উদ্দিন, সোহরাব হোসেন, সাবেক ইউপি সদস্য আনিসুল ইসলাম প্রমুখ।