॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পৌর এলাকা বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করব, সাম্প্রদায়িক সম্প্রীতি সিরাজগঞ্জের গর্ব। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর২০২৫) রাতে সিরাজগঞ্জ পৌরএলাকার মহাপ্রভুর আখড়া, বানিয়াপট্টি পূজা মন্ডপ, এস এস রোড পূজা মন্ডপ, রেজিস্টার অফিস পূজা মন্ডপ, সহ পৌরএলাকার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বী (হিন্দু ধর্মাবলম্বী) দের খোঁজ খবর নেন এবং তাদের সাথে মত বিনিময় করেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, এ সময় তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।
পূজা হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করব, সাম্প্রদায়িক সম্প্রীতি সিরাজগঞ্জের গর্ব। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।
এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাশেমী দিপু, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ইঞ্জিনিয়ার সোহেল, প্রমুখ।