॥ সাতক্ষীরা প্রতিনিধি ॥
গ ণপরিষদ নির্বাচন, বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামে শুক্রবার বিকেল ৪টায় “উঠানে নতুন সংবিধান” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অতীতে স্বৈরাচার পতন করেছি। এখন সময় এসেছে নতুন সংবিধান প্রণয়ন করে যেন আর কোনো স্বৈরাচার সরকার গঠিত না হয়, সে ব্যবস্থা নিশ্চিত করা
অনুষ্ঠানে বক্তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান। তারা বলেন, দেশের বর্তমান স্বৈরাচারী শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই।
সভায় বক্তারা স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের একনায়কতান্ত্রিক আচরণের তীব্র সমালোচনা করেন এবং তাদের বিচার দাবি করেন।
সাতক্ষীরা জেলা এনসিপি’র প্রধান সমন্বয় মোঃ কামরুজ্জামান বুলু বলেন, ছাত্র জনতার আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই আমরা অতীতে স্বৈরাচার পতন করেছি। এখন সময় এসেছে নতুন সংবিধান প্রণয়ন করে যেন আর কোনো স্বৈরাচার সরকার গঠিত না হয়, সে ব্যবস্থা নিশ্চিত করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি’র জেলা যুগ্ম সমন্বয়ক আলহাজ শেখ আহসানউল্লাহ, জেলা সমন্বয় কমিটির সদস্য সি. এম. নাজমুল ইসলাম, জুলাইযোদ্ধাবৃন্দ ও এনসিপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশ শেষে বক্তারা জনগণকে ঐক্যবদ্ধ থেকে গণপরিষদ নির্বাচনের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল