॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
কৃ ষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জে নবাগত উপ-পরিচালক কৃষিবিদ এ .কে .এম .মঞ্জুরে মাওলা মহোদয়ের যোগদানের সময় ফুলেল শুভেচ্ছা বরণ করে নেন অএ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
এ সময় নতুন উপ-পরিচালক মহোদয় সবার সাথে কুশল বিনিময় করে সবাইকে সঙ্গে নিয়ে উনার আসন গ্রহণ করেন এবং দায়িত্ব বুঝে নেন ।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০ ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জে নবাগত উপ-পরিচালক মহোদয় উপস্থিত হলে , আগে থেকেই অপেক্ষমান কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন । এ সময় নতুন উপ-পরিচালক মহোদয় সবার সাথে কুশল বিনিময় করে সবাইকে সঙ্গে নিয়ে উনার আসন গ্রহণ করেন এবং দায়িত্ব বুঝে নেন ।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত নবাগত উপ-পরিচালক কৃষিবিদ এ. কে. এম. মঞ্জুরে মাওলা মহোদয় কে অভিনন্দন জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ- পরিচালক (পি,পি,) কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রেজাউল হক, সাবেক অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মশকর আলী, অতিরিক্ত উপ -পরিচালক (উদ্যান) কৃষিবিদ জেরিন আহমেদ, হর্টিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জ এর সিনিয়র উদ্যান তত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ কৃষি প্রকৌশলী কৃষিবিদ ফাতেমা আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সানিনুল ইসলাম, মোঃ আবু আওয়াল, মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, ফাতেমা ইয়াসমিন স্মৃতি সহ সিরাজগঞ্জ জেলার সকল উপজেলার কৃষি অফিসারগণ এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সবশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।