॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল হক মঙ্গলবার (২ডিসেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা। পাংশা উপজেলার ৩৩তম ইউএনও হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত ইউএনও মোঃ রিফাতুল হকের বাড়ী রাজধানী ঢাকায়। পাংশা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য সচিবের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও সাদ আহম্মেদের নিকট থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। পাংশার বিদায়ী ইউএনও এস.এম. আবু দারদা’র স্থলাভিষিক্ত হলেন তিনি। এস.এম. আবু দারদা রংপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী হয়েছেন। তিনি গত ৩০ নভেম্বর পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদের নিকট দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেন।
জানা যায়, নবাগত ইউএনও মোঃ রিফাতুল হকের বাড়ী রাজধানী ঢাকায়। পাংশা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য সচিবের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে পাংশা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছুলে পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও সাদ আহম্মেদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলেল অভ্যর্ত্থনা জানান। নিজ কার্যালয়ে পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও সাদ আহম্মেদের নিকট থেকে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্র্তাদের সাথে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর পর্যায়ক্রমে ইমরান খানের নেতৃত্বে বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদল, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, পাংশা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্টজন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সাথে সাক্ষাৎ করে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক বলেন, রাজবাড়ীতে আমি নতুন। ধীরে ধীরে পরিচিত হব। আমি প্রতিটি ইউনিয়নে যাব। পাংশার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল