Thursday , 11 December 2025

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সবুজ কানন স্কুল এন্ড কলেজে নবীণ বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

ঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৫.সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথি বক্তব্যে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, এখনই জীবন গড়ার সময়, পড়ালেখায় নিবিড় মনোযোগ দিতে হবে, আগামীর বাংলাদেশ পরিচালনা করবে তোমরাই।

এ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিল নানা উৎসাহ উদ্দীপনা। শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ও অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাস । নতুন ছাত্র-ছাত্রীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

সবুজ কানুন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মাসুদ আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক এবং সবুজ কানুন স্কুল এন্ড কলেজের সম্মানিত সভাপতি জনাব মো: আমিনুল ইসলাম মহোদয়, বিশেষ অতীত হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, মোঃ আব্দুল জব্বার সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার, এলিজা সুলতানা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজগঞ্জ সদর উপজেলা, মোঃ মইনুল ইসলাম অভিভাবক সদস্য সবুজ কানুন স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জ, সঞ্চালনায় মোঃ এনামুল হক, প্রমুখ। আয়োজনে, সবুজ কানন স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জ।

প্রধান অতিথি বক্তব্যে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, এখনই জীবন গড়ার সময়, পড়ালেখায় নিবিড় মনোযোগ দিতে হবে, আগামীর বাংলাদেশ পরিচালনা করবে তোমরাই। মাদক থেকে দূরে থাকতে হবে, ভালো কাজে অংশগ্রহণ করতে হবে। সবশেষে ছাত্র-ছাত্রীদের মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Check Also

মায়ানমারে দেশীয় পণ্য পাচারকালে হাতিয়ার মেঘনায় ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

॥ আরজু আক্তার, হাতিয়া, (নোয়াখালী) প্রতিনিধি ॥ মা য়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য সরবরাহের …