Tuesday , 14 October 2025

উল্লাপাড়ায় নবজাতক কন্যা শিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে প্রায় ২টার দিকে উল্লাপাড়া কেয়ার হাসপাতালের সামনে কান্নার শব্দ শুনতে পান পথচারীরা।

 

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। তারা স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে কেয়ার হাসপাতালের হেফাজতে দেন। হাসপাতালের কর্তৃপক্ষ শিশুটিকে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করে। বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

তারা কাছে গিয়ে দেখতে পান, কাপড়ে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু রাস্তার ধারে পড়ে আছে। বিষয়টি দেখে তারা হতবাক হয়ে যান এবং দ্রুত প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। তারা স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে কেয়ার হাসপাতালের হেফাজতে দেন। হাসপাতালের কর্তৃপক্ষ শিশুটিকে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করে। বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

কে বা কারা শিশুটিকে জন্মের পর পরই ফেলে রেখে যায়, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, অবাঞ্ছিত সন্তান হিসেবে কেউ হয়তো মানবতার দিক বিবেচনা না করেই শিশুটিকে ফেলে গেছে। এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শিশুটি বর্তমানে নিরাপদে আছে। আমরা বিষয়টি প্রশাসনের নজরে এনেছি। শিশুটির নিরাপত্তা ও পরবর্তী ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।

স্থানীয়রা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা মানবতার জন্য লজ্জাজনক। শিশুটির যেন নিরাপদ আশ্রয় ও ভবিষ্যৎ নিশ্চিত করা হয়, আমরা সেটিই চাই। ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। প্রশাসন জানিয়েছে, শিশুটিকে কারা ফেলে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি কয়েক ঘণ্টার মধ্যেই জন্মগ্রহণ করেছিল এবং সময়মতো উদ্ধার না হলে বিপদের আশঙ্কা ছিল। এখন সে নিরাপদ ও সুস্থ রয়েছে।

Check Also

বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের নতুন জীবনের লক্ষ্যে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ ১ ৪ই অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জের …