Friday , 3 October 2025

সলংগায় স্বেচ্ছাসেবক দলের নেতা রউফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

॥ এম আরিফুল ইসলাম , সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি নিয়ে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে কমিটির একাংশের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়নের সুতাহাটি বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

লেবু তালুকদার এলাকার একজন চিহ্নিত মাদক সেবক, পুকুর থেকে মাছ চুরি, চাঁদাবাজী ও চারাবটতালা শ্রমিক সমিতির ঘর দখল করা সহ বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত। শুধু তাই নয় সলংগা থানা স্বেচ্ছাসেবক দলের এক নেতার নির্দেশে বিভিন্ন যায়গা থেকে দলের নাম ভাঙ্গিয়ে নানা ধরনের অনৈতিক কার্যকলাপের সহিত জড়িয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুর রউফ। তিনি অভিযোগ করে বলেন,সদ্য পদত্যাগকৃত আহ্বায়ক আব্দুল লতিফ লেবু তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আমাদের নতুন কমিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনমনে ভুল বোঝাচ্ছে সেই সাথে সংগঠনকে দুর্বল করার পাঁয়তারা করছেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, নব গঠিত কমিটি থেকে একাধিক নেতাকর্মীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছেন। যা পরবর্তীতে তারা ফেসবুক লাইভ করে তুলে ধরেন। বিষয় টা অত্যন্ত দুঃখজনক। নতুন কমিটি গঠনের পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পরিবর্তে তারা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। তবে আমরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করব।

এই লেবু তালুকদার এলাকার একজন চিহ্নিত মাদক সেবক, পুকুর থেকে মাছ চুরি, চাঁদাবাজী ও চারাবটতালা শ্রমিক সমিতির ঘর দখল করা সহ বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত। শুধু তাই নয় সলংগা থানা স্বেচ্ছাসেবক দলের এক নেতার নির্দেশে বিভিন্ন যায়গা থেকে দলের নাম ভাঙ্গিয়ে নানা ধরনের অনৈতিক কার্যকলাপের সহিত জড়িয়ে পড়ে।

এই কারণে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মমতাময়ী নেত্রী রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক জননেতা সাইদুর রহমান বাচ্চু’র নির্দেশনা মোতাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের ১৯/০৫/২০২৫ইং তারিখে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে পদক্ষেপ গ্রহন করার নির্দেশনা প্রদান করেন।

যাহার প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর নির্দেশনা মোতাবেক দুই দুই বার এই লেবু’র নামে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাজমুল হক এর স্বাক্ষরিত শোকজ চিঠি সোস্যাল মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। একজন নেশাগ্রস্থ ও বিভিন্ন অপরাধের দায়ে শোকজ পত্র পাওয়া ব্যক্তি কিভাবে পূর্ণরায় এই কমিটিতে স্থান পায় তা আমার বোধগম্য নয়।

অন্যদিকে পদত্যাগ করার জন্য যুগ্ম আহবায়ক সৌরভ কে বললে তিনি তাতে রাজি না হওয়ার কারণে তাদের পরিবার কে আ’লীগ বলে মিথ্যাচার করে। এবিষয়ে তিনি বলেন আমার বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব্য পালন করেন। আমার বিরুদ্ধে এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও সাংগঠনিক ব্যবস্থাগ্রহনের জোড় দাবি জানাই। পদত্যাগকৃত সদস্য মামুনর রশিদ ও বেলাল হোসেন বলেন, সংবাদ সম্মেলন এর উপস্থিত হাজিরা স্বাক্ষর লাগবে মর্মে আমাদের নিকট থেকে স্বাক্ষর নেন। পরবর্তীতে সোস্যাল মিডিয়ায় দেখতে পাই আমাদের পদত্যাগ পত্র। তারা মিথ্যার আশ্চয় নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা পদত্যাগ করিনি বা করতেও চাই না।

সংবাদ সম্মেলনে রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সজিব উদ্দিন, সোহেল রানা, সেরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, সদস্য ওয়াসিম, কামাল, রাকিব, সোহেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ, গত সোমবার দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নব গঠিত ৩১ সদস্যের আহবায়ক কমিটি থেকে ১৯ নেতাকর্মী সংবাদ সম্মেলনে মাধ্যমে পদত্যাগ করার ঘোষণা দেন।

Check Also

জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূজামণ্ডপ পরিদর্শন।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ …