Wednesday , 7 May 2025

গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে আর দেওয়া হবে না,শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে– জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥

নুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা বলেন,
গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে আর দেওয়া হবে না। শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় এবং উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৩ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  অবৈধ হাসিনা সরকারের অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই সংগ্রাম করে আসছে। এটিরই চুড়ান্ত রুপ নিয়েছে জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে।

হাসিনা পতনের এই আন্দোলনে‌ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জুলাই-আগস্টে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেপথ্যে থেকে ছাত্র-জনতাকে উজ্জীবিত করেন। আওয়ামী সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যুবসমাজকে ভিডিও বার্তায় সাহস জোগান। তাঁর প্রত্যয়দীপ্ত বক্তব্য স্বৈরাচারের স্বরূপ উন্মোচনে ভূমিকা রাখে।  এ কথা বলেন, সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের  ৪৬ তম, প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ০২ মে,) সকাল ১১ টায় ই. বি  রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ( ভারপ্রাপ্ত)  সভাপতি বিশা শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ হাসান শেখ,  জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মরহুম রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান করেন   অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।


জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব তিনি বলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  অবৈধ হাসিনা সরকারের অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই সংগ্রাম করে আসছে। এটিরই চুড়ান্ত রুপ নিয়েছে জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে।  বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের শ্রমিক দল সকল সময়ে ও সকল  প্রর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি দলীয় আন্দোলন-সংগ্রামের কর্মসূচিতে অংশ গ্রহন করেছে।  গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেওয়া  হবেনা।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম- সাধারণ সম্পাদক জেল হোসেন বাবু, মোঃ বাহাদুর খান,  আরিফুল ইসলাম রিগান,  সহ- সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন,সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,  কোষাধ্যক্ষ সোলেমান হোসেন,  এছাড়া সকল সেক্টর এর শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

Check Also

মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটে নির্বাচিত সভাপতি-মান্নান, সম্পাদক-পনি

॥ মাসুদ রানা, বাগেরহাট  জেলা প্রতিনিধি ॥ দী র্ঘ বছর পর খুলনা বিভাগে এই প্রথম …