Saturday , 30 August 2025

রায়পুরার এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেওয়া হবে না: বিএনপি কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রসিংদীর রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়ন অখণ্ড রাখার দাবিতে এবং মরজাল, উত্তর বাখরনগর, ডৌকারচর, রাধানগর, মুছাপুর ও মহেশপুর—এই ছয়টি ইউনিয়নকে অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯ আগস্ট) সকাল বিকেল ৩টা রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

“রায়পুরার ছয়টি ইউনিয়ন তো দূরের কথা, এক ইঞ্চি মাটিও আমরা কাউকে নিতে দেব না। জনগণকে সঙ্গে নিয়েই এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।” এ সময় মরজাল ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৬ আগস্ট ঢাকায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে রায়পুরার ছয়টি ইউনিয়ন পাশ্ববর্তী আসনে স্থানান্তরের প্রস্তাব আসলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ খবরে এলাকাবাসী মর্মাহত হয়ে প্রতিবাদ জানায় এবং প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক, রেল ও নৌপথ বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,
“রায়পুরার ছয়টি ইউনিয়ন তো দূরের কথা, এক ইঞ্চি মাটিও আমরা কাউকে নিতে দেব না। জনগণকে সঙ্গে নিয়েই এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।” এ সময় মরজাল ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ ঢা কায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল …