Monday , 5 January 2026

সিরাজগঞ্জ–৫ আসনে ২জন প্রার্থীর মনোনয়ন বাতিল, ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

॥  আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

নির্বাচন কর্মকর্তারা জানান, আপিল সংক্রান্ত সব কার্যক্রম নিষ্পত্তির পর সিরাজগঞ্জ–৫ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ–৫ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি আরও জানান, ভোটারদের প্রয়োজনীয় ১ শতাংশ স্বাক্ষরে অসঙ্গতি থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু’ র মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও দলীয় মনোনয়নের স্বাক্ষরে ত্রুটি থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান-এর মনোনয়নপত্রও বাতিল করা হয়।

যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ–৫ আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আমিরুল ইসলাম খান আলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী
আলহাজ্ব মুফতী শেখ নুরুন নাবী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আকবার হোসেন,গণ অধিকার পরিষদের প্রার্থী
মো. ইউসুফ আলী ।

নির্বাচন কর্মকর্তারা জানান, আপিল সংক্রান্ত সব কার্যক্রম নিষ্পত্তির পর সিরাজগঞ্জ–৫ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার পর থেকেই প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা নিয়ে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ–৫ আসনে রাজনৈতিক আলোচনা ও কৌতূহল এখন তুঙ্গে।

Check Also

এনায়েতপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার …