Monday , 3 November 2025

নুরনগরের যুবদল নেতা জাকির হোসেন ছোট জেল হাজতে

॥ সাতক্ষীরা প্রতিনিধি ॥

শ্যা মনগর উপজেলার নুরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ছোটকে হত্যা চেষ্টা মামলা জেল হাজতে প্রেরন করেছেন সাতক্ষীরার বিজ্ঞ আদালত।

রাস্তা দিয়ে চলার সময় জাকির হোসেন ছোটসহ তার সন্ত্রাসী বাহিনী আমার পিতার উপরে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে। এ সময় আমার পিতা গুরুত্বর রক্তাক্ত জখম হয়।

সে হরিনাগড়ী গ্রামের মৃত সোহরাব আলী গাজীর পুত্র। মামলার বাদী রমজাননগর গ্রামের শেখ মুজিবর রহমানের পুত্র রেজাউল করিম বলেন , যুবদল নেতা জাকির হোসেন ছোট একজন সন্ত্রাস ও গুন্ড প্রকৃতির। সে দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় রাজত্ব কায়েম করে চলেছে।

পূর্ব শত্রæতার জের ধরে বিগত ০১ লা মার্চ, সকাল ১০.৩০ মিনিটের দিকে আমার পিতা শেখ মুজিবর রহমান মির্জাপুর এলাকায় ঘেরের রাস্তা দিয়ে চলার সময় জাকির হোসেন ছোটসহ তার সন্ত্রাসী বাহিনী আমার পিতার উপরে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে। এ সময় আমার পিতা গুরুত্বর রক্তাক্ত জখম হয়। বিষয়টি নিয়ে আমি বাদী হয়ে ০২ ই মার্চ জাকির হোসেন ছোটসহ মোট আট জনকে আসামী করে শ্যামনগর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করি। যার নং – ০১।

৩০ শে জুলাই জাকির হোসেন ছোট সাতক্ষীরা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

Check Also

সিরাজগঞ্জ মতিন সাহেবের ঘাটে ছোঁয়া মনি” ডকইয়ার্ড ” এর শুভ উদ্বোধন করলেন হাজী মো: আব্দুস সাত্তার

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ যমুনার বুকে মালামাল বহনকারী ভারী ড্রেজার সহ বিশাল …