Tuesday , 3 December 2024

মোংলায় নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন পালন

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় নার্সদের কর্মবিরতি পালনসহ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে রবিবার সকালে এ কর্মবিরতি ও মানববন্ধন করেছেন নার্সেরা।

 

শনিবার বিকেলে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এসে মিলিত হন।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জিলানীর উপর হামলাকারী ও দিদার হত্যাকান্ডে জড়িত সকলকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন শেষে ১১টা হতে ঘন্টাব্যাপী নার্সদের চলে মানববন্ধন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স তাসলিমা খাতুন, রানী বিশ্বাস, শ্যামলী পোদ্দার ও সুচন্দা বল।

মুলত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর’র অপসারণ দাবীতে গত কয়েকদিন ধরে এ কর্মসূচি পালন করে আসছেন নার্সিং মিডওয়াইফ কর্মকর্তারা।

সম্প্রতি সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর নার্সদের নিয়ে কটুক্তি করায় এর প্রতিবাদে আন্দোলনে নামেন নার্সিং মিডওয়াইফ’রা।

Check Also

মোংলা বন্দরের প্রভাবশালী সিবিএ’র সাবেক নেতা ফিরোজের চাকুরি শৃংখলা পরিপন্থির বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ১ মাসেও কার্যকরী হয়নি, নানা প্রশ্ন ও রহস্য

॥  নিজস্ব প্রতিবেদক, মোংলা ॥ মোংলা বন্দরের দোর্দন্ড প্রভাবশালী সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কর্তৃপক্ষের …