Wednesday , 28 January 2026

সিরাজগঞ্জ ৩, আসনে ভিপি আয়নুল হক কে, বিজয়ী করতে ধুবিল ইউনিয়ন বিএনপির পক্ষে নুরুল ইসলাম তালুকদার (জাহাঙ্গীর)এর প্রচারণা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

৪ সিরাজগঞ্জ ৩, ( তাড়াশ- রায়গঞ্জ – ও সলংগা) নির্বাচনী এলাকায় যে কয়জন প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে ভিপি আইনুল হক বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীক এমপি পদপ্রার্থী অন্যতম এবং হেভীওয়েট প্রার্থী । বিগত সরকারের আমলে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য বার ।

 

 ভিপি আয়নুল হক একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে তাই তৃণমূল গণ মানুষের দুঃখ ব্যথা তিনি বোঝেন। তিনি নির্বাচিত হলে এই এলাকার গণমানুষের উন্নয়ন করবেন। নুরুল ইসলাম তালুকদার (জাহাঙ্গীর) আরো বলেন, ভিপি আয়নুল হক কে বিজয়ী করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ‎

তৃণমূল গণ মানুষের হৃদয়ের স্পন্দন ভিপি আইনুল হক। বিএনপি দলীয় নমিনেশন পাওয়ার আগে থেকেই ভিপি আয়নুল হক কে, সঙ্গে নিয়ে তাড়াশ,, রায়গঞ্জ, ও সলঙ্গা নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় জনসংযোগ করেছেন, ৩ নং ধুবিল ইউনিয়ন এর কৃতি সন্তান মোঃ নুরুল ইসলাম তালুকদার ( জাহাঙ্গীর) । দলীয় মনোনয়ন ধানের শীষ প্রতীক পাওয়ার পর, তিনি তার ধুবিল ইউনিয়ন বিএনপি ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীক কে, বিজয়ী করতে তৃণমূল গণ মানুষের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন।

নুরুল ইসলাম তালুকদার ( জাহাঙ্গীর) বলেন, ভিপি আয়নুল হক একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে তাই তৃণমূল গণ মানুষের দুঃখ ব্যথা তিনি বোঝেন। তিনি নির্বাচিত হলে এই এলাকার গণমানুষের উন্নয়ন করবেন। নুরুল ইসলাম তালুকদার (জাহাঙ্গীর) আরো বলেন, ভিপি আয়নুল হক কে বিজয়ী করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ৩ নং ধুবিল ইউনিয়নে পর পর ২৭ বছর নির্বাচিত সাবেক সফল ইউপি : চেয়ারম্যান মরহুম আলতাব হোসেন তালুকদার এর সুযোগ্য পুত্র মোঃ নুরুল ইসলাম তালুকদার ( জাহাঙ্গীর) এর নেতৃত্বে, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বৃন্দদের সঙ্গে নিয়ে, দিন রাত মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Check Also

হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মচারীদের প্রশিক্ষণ

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ আ সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত …