Wednesday , 28 January 2026

নরসিংদীতে জাল নোটের বান্ডিলসহ একজন আটক

॥ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড এলাকা থেকে জাল নোটের একটি বান্ডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) সকালে জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে এক হাজার টাকার নতুন নোটের একটি জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

আটককৃত ব্যক্তি মোঃ ফয়সাল আহমেদ (২৭)। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার বাসিন্দা এবং পিতা মনির হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চৈতন্য বাসস্ট্যান্ড সংলগ্ন মাছ বাজার থেকে মাছ কেনার সময় ফয়সাল আহমেদ এক হাজার টাকার একটি জাল নোট প্রদান করেন। মাছ ব্যবসায়ী আবুল হোসেন নোটটি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে উপস্থিত সাধারণ জনগণের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে এক হাজার টাকার নতুন নোটের একটি জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে শিবপুর মডেল থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জাল নোট চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Check Also

চৌহালীর সদিয়া চাঁদপুরে দাঁড়িপাল্ল’র নির্বাচনী জনসভা

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের চৌহালীতে সদিয়া চাঁদপুর ইউনিয়নে ১১দলীয় জোট সমর্থিত …