Monday , 15 September 2025

মোংলায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ  আটক এক 

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সহ  এক জনকে গ্রেফতার করা  হয়েছে।   বুধবার  মোংলা পৌর শহর সহ উপজেলাজুড়ে  এ অভিযান পরিচালনা করা  হয়।

 

 

মোংলা  থানার ওসি মোঃ আনিসুর রহমান  জানান, নিয়মিত  মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে ইয়াবা ও গাঁজা  সহ  ইমরান নামের এক  জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ   জানায়, মোংলায়   মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় মোংলা থানা  পুলিশ।   পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারী  পালিয়ে যাওয়ার সময়  হাতে নাতে মাদক সহ একজনকে আটক করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী ও মাদকপাচারকারীর দেহ তল্লাশী করে  তার  কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করে পুলিশ।

আটককৃত মাদক ব্যাবসায়ী মোংলা  পৌর শহরের হাজী বাহার উদ্দিন সড়কের মৃত দুঃখ মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (৩৩)

মোংলা  থানার ওসি মোঃ আনিসুর রহমান  জানান, নিয়মিত  মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে ইয়াবা ও গাঁজা  সহ  ইমরান নামের এক  জনকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার   আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় থানার এ কর্মকর্তা ।

Check Also

আবির হাসান কাওছার রচিত দৈনন্দিন জীবনে ইসলাম গ্রন্থের মোড়ক উন্মোচন

॥ নূরুনবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সা তক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ …