Wednesday , 24 December 2025

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় একজন যুবক নিহত হয়েছে।

 

তিনি বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি একজনের মৃতদেহ উদ্ধার করেছি এবং খড়ি বোঝায়কৃত ট্রলিটি জব্দ করেছি অভিযোগ না করা হলে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হবে।

বুধবার ২৪ ডিসেম্বর সকাল ১১টায় ফুলবাড়ী অভিমুখে খড়ি বোঝায় একটি পাওয়ার ট্রলি যাওয়ার সময় খড়ির উপরে থাকা চালকের সহযোগী পড়ে গেলে নিজ ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলবাড়ী সিভিল ডিফেন্স স্টেশনকর্মী ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে প্রায় ৩০ মিনিট ধরে মহাসড়কে আটকে থাকা দূরপাল্লার যানবাহন ছেড়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে।

চালক সুত্রে জানা গেছে নিহত ব্যক্তির নাম মোঃ সাকিব হাসান সে নবাবগঞ্জ উপজেলার কুচদাও খিয়ারপাড়া গ্রামের মোঃ গোফফার হোসেনের ছেলে।
ফুলবাড়ী থানার এসআই জাহাঙ্গীরের সাথে কথা বললে তিনি বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি একজনের মৃতদেহ উদ্ধার করেছি এবং খড়ি বোঝায়কৃত ট্রলিটি জব্দ করেছি অভিযোগ না করা হলে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হবে।

Check Also

নিঝুমদ্বীপে বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ নো য়াখালী বিচ্ছিন্ন দীপ উপজেলা হাতিয়ায় ২৩ ডিসেম্বর …