Friday , 30 January 2026

মোংলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল শেখ (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে মোংলা ইপিজেড সংলগ্ন এলাকায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের নিচে কাঁটা পড়েন তিনি।

নিহত বাবুল শেখ (৫৫) উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা এলাকার আশরাফ আলী শেখ এর ছেলে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, কি কারণে এ ব্যাক্তি মারা গেলো তার অনুসন্ধানে কাজ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

খবর পাওয়ার সাথে সাথে মোংলা ইপিজেড ফায়ার এর একটি উদ্ধারকারি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুল শেখ (৫৫) কে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যায়। মোংলা বন্দর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহত বাবুল শেখ (৫৫) উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা এলাকার আশরাফ আলী শেখ এর ছেলে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, কি কারণে এ ব্যাক্তি মারা গেলো তার অনুসন্ধানে কাজ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

Check Also

সিরাজগঞ্জে গুনেরগাঁতী পশ্চিমপাড়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ মা দক ছাড়ো, মাঠে চলো—খেলাধুলাই শক্তি, খেলাধুলাই বল ” …