Tuesday , 1 July 2025

মোংলায় অপারেশন ‘ডেভিল হান্টে’ মহাসড়কে নেভী, কোস্টগার্ড ও পুলিশের চেক পোস্টে তল্লাশি 

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

পারেশন ‘ডেভিল হান্টে’ মোংলা-খুলনা মহাসড়কে নেভী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ চেক পোস্টে তল্লাশি শুরু হয়েছে।

 

মোংলা  মহাসড়কের আপাবাড়ি এলাকায় চেক পোষ্ট বসিয়ে সন্দেহজনক বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় যৌথ বাহিনী।

সোমবার বিকেল থেকে এই তল্লাশি শুরু করেন তারা। এসময় খুলনা মোংলা  মহাসড়কের আপাবাড়ি এলাকায় চেক পোষ্ট বসিয়ে সন্দেহজনক বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় যৌথ বাহিনী।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে আটক করতে পারেনি তারা।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …